‌অনূর্ধ্ব-‌২৩ : টানা পরাজয় রুখতে ত্রিপুরা আজ ছত্রিশগড়ের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। টানা দুটি ম্যাচে পরাজয় হয়ে গেলো। প্রথম ম্যাচে মণিপুরের মতো দুর্বল দলকে হারানোর পর টানা দুই ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাড়াতে বদ্ধপরিকর আনন্দ ভৌমিক-‌রা। ওই অবস্থায় আগামীকাল ছত্তিশগড়ের মুখোমুখি হবে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌২৩ একদিবসীয় ক্রিকেটে। হরিয়ানার সুলতানপুরে গুরুগ্রাম ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচটি। ত্রিপুরার মতো ছত্তিশগড়ের কাছেও এটি চতুর্থ ম্যাচ। ত্রিপুরা তিন ম্যাচ খেলে ১ টি ম্যাচে জয় পেলেও ছত্তিশগড় প্রথম দুই ম্যাচে যথাক্রমে গোয়া ও মনিপুর কে হারালেও তৃতীয় ম্যাচে মুম্বাইয়ের কাছে পরাজিত হয়েছে। ওড়িশার বিরুদ্ধে শেষ ম্যাচে বোলাররা দুর্দান্ত বল করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছে ত্রিপুরাকে। তৃতীয় ম্যাচে গুজরাটের কাছে লজ্জাজনক হার হয়েছে ১৬৩ রানের ব্যবধানে। বৃহস্পতিবার কিছুটা বিশ্রাম দেওয়া হয় ত্রিপুরার ক্রিকেটারদের। হরিয়ানা থেকে সংবাদ সূত্রে খবর প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হচ্ছে ত্রিপুরাকে। অল্প রানকে তাড়া করতে নেমে এভাবে প্রথম সারির ব্যাটসম্যান-‌রা উইকেট ছুড়ে দিয়ে আসলে পরাজয় কে ঠেকাতে পারে। এভাবে চলতে থাকলে জয় পাওয়া কঠিন হয়ে যাবে। তবে ছেলেদের বোঝানো হচ্ছে। সকলের প্রত্যাশা ছত্তিশগড়ের বিরুদ্ধে ব্যর্থতা ঘুচিয়ে জয়ে ফিরবেই ত্রিপুরা। প্রসঙ্গত:‌ ওড়িশার ১৪৯ রানের জবাবে ত্রিপুরা ১৩২ রান করতে সক্ষম হয়েছিলো।‌ ‌ বৃহস্পতিবার জোর অনুশীলন না হলেও ব্যাটসম্যানদের নিয়ে আলাদা করে কথা বলেন ত্রিপুরার কোচ। কার কী ভুল তা শুধরে দেওয়ার চেষ্টা করেছেন।‌ মাঠে ছেলেরা ভালো খেললে জয় আসতে পারে বলে সকলের ধারণা।