বলিউড সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেন ত্রিপুরার মেয়ে শ্রীজিতা

আগরতলা, ২ নভেম্বর: বলিউড সিনেমায় অভিনয় করতে চলছে ত্রিপুরার মেয়ে শ্রীজিতা ভট্টাচার্জী। সে আগরতলা জয়নগরের বাসিন্দা জয়ন্ত ভট্টাচার্য্য ও সমা দে ভট্টাচার্য্যের কন্যা।

এক সাক্ষাৎকারে শ্রীজিতা ভট্টাচার্জী বলেন,  কখনো ভাবিনি বলিউডে সিনেমাই অভিনয় করতে সুযোগ পাবেন।বিমান সেবিকার চাকরি করে মুম্বাই। তখনই মুম্বাই বিমানবন্দরে তার সাথে দেখা হয়েছিল বলিউডের ডাইরেক্টর অলক শ্রীবাস্তবের। তখন তাঁর  ইচ্ছার কথা প্রকাশ করেন এবং ডাইরেক্টর ও তাকে আমন্ত্রণ করেন তার অফিসে আসার জন্য।

 সেই অনুসারে তিনি অফিসে যান এবং বিভিন্ন পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। ডাইরেক্টর নতুন মুভি মানালি ক্রিম যার কাজ শুরু হবে জানুয়ারি মাস থেকে সেই সিনেমায় সুযোগ পান। তখনই ত্রিপুরার শ্রীজিতা শুরু করবে তার কাজ।

তিনি এদিন আরও বলেন, ছোটবেলা এরকম কিছু ইচ্ছা না থাকলেও বড় হয়ে তার ভীষণ ইচ্ছা হয় বলিউডে কাজ করার জন্য। সেই দিকে লক্ষ রেখেই শ্রীজিতা এই পথ চলা। এখন দেখার বিষয় নতুন বলিউডের অধ্যায় শ্রীজিতা কতটা ছাপ রাখতে পারে।ডাইরেক্টর অলক শ্রীবাস্তবের বেশ কিছু নামিদামি সিনেমা রয়েছে বলিউডের জগতে।