তেজপুরের এক শিশুগৃহ থেকে নিখোঁজ তিন কন্যাশিশু

তেজপুর (অসম), ২ নভেম্বর (হি.স.) : তেজপুরের এক শিশুগৃহ থেকে তিন-তিনটি কন্যাশিশু নিখোঁজ হয়ে গেছে। বিকেলে খেলাধুলো করতে আবাসিক অন্য শিশুদের সঙ্গে গিয়েছিল নিখোঁজ তিন কন্যাশিশু।

ঘটনা গতকাল শোণিতপুর জেলা সদর তেজপুরের লালমাটিতে অবস্থিত ‘স্নেহবন্ধন শিশুগৃহ’-এ সংঘটিত হয়েছে। অসম সরকারের অধীন রাজ্য শিশু সুরক্ষা সমিতির সহযোগিতায় কিশোর ন্যায় শিশুর যত্ন ও সুরক্ষা আইন-২০১৫-এর অধীনে স্থাপন করা হয়েছিল স্নেহবন্ধন শিশুগৃহ৷

জানা গেছে, প্ৰতি দিন স্নেহবন্ধন শিশুগৃহে আশ্ৰিত ২২ জন শিশু খেলাধুলো করতে যায় লাগোয়া একটি মাঠে। গতকালও তারা খেলাধুলো করতে ওই মাঠে গিয়েছিল। কিন্তু ১৯টি শিশু তাদের আবাসনে ফিরে গেলেও ফেরেনি তিন শিশুকন্যা।

ঘটনার পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ লালমাটি পুলিশ ফাঁড়িকে তিনটি শিশুকন্যা নিখোঁজ সংক্রান্ত এফআইআর করেন শিশুগৃহ কর্তৃপক্ষ। এফআইআর অনুযায়ী নিখোঁজ তিন শিশু যথাক্রমে ঢেকিয়াজুলি, ঠেলামারা এবং ডিমাপুরের বাসিন্দা। এফআইআর-এর ভিত্তিতে মামল রুজু করে লালমাটি ফাঁড়ির পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গেছে।