আহমেদাবাদের গান্ধী আশ্রমে চরকা কেটে জাতির জনককে স্মরণ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

আহমেদাবাদ, ২ নভেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আহমেদাবাদের গান্ধী আশ্রমে চরকা কেটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মুখ্যমন্ত্রী গ্লোবাল ইনভেস্টর সামিটে অংশ নিতে আহমেদাবাদ সফরে রয়েছেন। এই সফরকালে বৃহস্পতিবার ধামি আহমেদাবাদের গান্ধী আশ্রমে যান। সেখানে তিনি কিছুটা সময় চরকা কাঁটেন এবং এখানকার ভিজিটরস বুকেও তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

আশ্রমে চরকা কাটার পাশাপাশি আশ্রমটি পরিদর্শনও করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা আন্দোলনে জাতির জনক যে কাজ করেছেন তা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। গান্ধী আশ্রম পরিদর্শণের আগে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বৃহস্পতিবার সকালে গান্ধীনগরে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্যাটেলকে বাবা কেদারের একটি স্মারক উপহার দেন ধামি। উভয় রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনার পাশাপাশি ভূপেন্দ্র প্যাটেলকে দেবভূমি পরিদর্শনেরও আমন্ত্রণও জানান ধামি।