ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ৩৬ তম অ্যাসোসিয়েশন অফ সাইন্টিস্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া কনফারেন্স

আগরতলা, ২ নভেম্বর: ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৬ তম অ্যাসোসিয়েশন অফ সাইন্টিস্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া কনফারেন্স। আগামী শুক্র, শনি এবং রবি এই তিনদিন চলবে নিউরো বিশেষজ্ঞদের কনফারেন্স। আজ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ডঃ শিশির দাস।

এদিন তিনি বলেন, ওই কনফারেন্সে দেশ থেকে বিভিন্ন নামি দামী  নিউর সায়েন্টিস্ট, ইউরো সার্জন ,নিউরোলজিস্ট উপস্থিত থাকবেন। পাশাপাশি বিদেশ থেকেও থাকবেন চিকিৎসকরা। প্রায় দেড়শ জনের মতো প্রতিনিধি এই কনফারেন্সে অংশগ্রহণ করবে। 

এদিন তিনি আরও বলেন, ইতিমধ্যেই দেশের স্বনামধন্য চিকিৎসকরা রাজ্যে আসতে শুরু করে দিয়েছে। আগামীকালকে সন্ধ্যা সাতটায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার হাত ধরে হতে পারে এই সম্মেলনের উদ্বোধন। তাছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর সিদ্ধা রেড্ডি ও ডক্টর মিলিন্ড দেওয়ানকার।