প্যালেস্তাইনের উপর ইজরায়েলের বর্বর অত্যাচারের বিরুদ্ধে কমল পুরে বিক্ষোভ দেখায় বামেরা  

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২ নভেম্বর : প্যালেস্তাইনের উপর ইজরায়েলের ২৫ দিন ধরে চলতে থাকা নির্বিচারে গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং  অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে কমলপুর মহকুমার  হালহালি বাজার ও  শান্তিরবাজারে বামেদের  বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার।  শান্তিরবাজারে বিক্ষোভ মিছিল শেষে সন্ধায় বাজার সভা অনুষ্ঠিত হয়েছে এদিন ।

সভাপতিমন্ডলীতে ছিলেন বদরবোম হালাম,রমনী মোহন দাস, লেহবা সিংহ,নাজিম উদ্দিন ।বক্তব্য রাখেন  প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস, এস এফ আই  রাজ্য কমিটির সভাপতি সুলেমান আলি, জি এম পি নেতা রাজকুমার দেববর্মা ।

বক্তব্য রাখতে গিয়ে অঞ্জন দাস বলেন মোদি সরকার মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করছে । মোদি সরকার ভারতের দীর্ঘ অনুসৃত জোটনিরপেক্ষ  নীতিকে জলাঞ্জলি দিয়ে  রাষ্ট্র সংঘের যুদ্ধ বন্ধের এবং শান্তি  ফিরিয়ে আনা ও প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র  হিসেবে  স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে  নীরব থেকে মুখে  কুলুপ এটে  মানবতার শত্রু ইজরায়েল ও তার মদতকারী মার্কিন সাম্রাজ্যবাদকে সমর্থনকে জানিয়েছে ।

তিনি বলেন, মোদি বন্ধু আদানি  হাইফা বন্দরের মালিকানা পেয়েছে । এই বিষয়টির জন্য মোদি সরকার যুদ্ধবাজ ইজরায়েলের বিরুদ্ধে  যেতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ।পশ্চিম এশিয়ায় শান্তি বিঘ্নিত হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের কারণে ।তারা বিভিন্নভাবে ফন্দি এটে যুদ্ধ উন্মাদনা তৈরী করে। মার্কিন  সাম্রাজ্যবাদ ইজরায়েলকে সামরিক ঘাটি হিসাবে ব্যবহার  করছে এবং যুদ্ধে মদত জোগাচ্ছে ।

তিনি বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন , গাজায় ২২লক্ষ মানুষের বাস। মার্কিন মদতে ইজরায়েলের নির্বিচারে গণহত্যা অভিযানে  দশ হাজারের বেশি মানুষ মৃত্যু হয়েছে ।তাদের মধ্যে  অর্ধেকই প্রায়  শিশু । নিজের বাড়িতে থাকার মতো অবস্হার নেই বাকিদের কারোর ।কয়েক  লক্ষ মানুষ বাসভূমি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন ।আহত-জখমের সীমপরিসীমা নেই ।গোটা গাজা এখন বিদ্যুৎহীন,জ্বালানিহীন,টেলি ও সড়ক যোগাযোগবিহীন, খাদ্যহীন,ওষুধ -চিকিৎসাহীন।

তিনি আরো বলেন, বসত বাড়ির পাশাপাশি টনের পর টন বোমা নিক্ষেপ করে  উড়িয়ে  দিয়েছে হাসপাতাল,স্কুল, আশ্রয়শিবিরগুলি ।এক চরমতম মানবিক সঙ্কটের মধ্যে  প্রতি মুহূর্তে  মৃত্যুর প্রহর গুনছে গাজার মানুষ ।পৃথিবীর  বিভিন্ন দেশের  শান্তিশান্তিকামী মানুষ  এই নারকীয় কান্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছে ।এমনকি খোদ আমেরিকার বহু মানুষ এই বর্বরতার বিরুদ্ধে  গর্জে উঠছেন ।এই কুৎসিত  বীভৎসতার বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। তার কথায়, ৭৫ বছর ধরে প্যালেস্তাইনের জনগণ মরণপণ লড়াই  জারি রেখেছেন । তাদের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে আমাদের থাকতে হবে।