কাঞ্চনপুরে পুষ্টি প্রকল্পে গুরুতর দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২ নভেম্বর : উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে পুষ্টি প্রকল্পে দুর্নীতির অভিযোগ মিলেছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু এবং প্রসূতি মায়েদের পুষ্টি প্রকল্পে সরকার বরাদ্দকৃত বিভিন্ন সামগ্রী সরবরাহ না করে একাংশ কর্মীরা সেগুলি আত্মসাৎ করে চলেছেন বলে গুরুতর অভিযোগ মিলেছে।

 দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চলতে থাকলেও সিডিপিও সহ দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছেন বলে খবর। কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের প্রায় শতাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টি প্রকল্পে খিচুড়ি রান্না হয় না। অথচ কেবল অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই নাকি প্রায় ষাট লক্ষ টাকার  ফিডিং বিল হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের নামে ।

এধরনের গুরুতর কেলেঙ্কারিতে কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের কিছু সেক্টর সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ এ ধরনের অসাধু সেক্টর সুপারভাইজারদের সহযোগে অঙ্গনওয়াড়ি কর্মিরা ভূয়া ফিডিং বিল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।  

   সিডিপিরও অফিস সংলগ্ন কষ্টচন্দ্র পাড়া অঙ্গনাওয়াড়ি কেন্দ্রে কাগজপত্রে ৪৯ জন শিশু পুষ্টি প্রকল্পের আওতায় রয়েছে বলে রেজিষ্টারে লিপিবদ্ধ । অথচ বাস্তবে গড়ে পাঁচ ছয় জন শিশু  অঙ্গনাওয়াড়ি কেন্দ্রে আসে। ফলে প্রশ্ন উঠেছে বাকি প্রায় চল্লিশ জন শিশুর পুষ্টি প্রকল্পের সামগ্রী কিভাবে সরবরাহ হচ্ছে।  

জানা গেছে কষ্টচন্দ্র পাড়ার সরবরাহকৃত পুষ্টি প্রকল্পের সামগ্রী খোলা বাজারে বিক্রি করা হয়। এমন কি কষ্ট চন্দ্র পাড়ার অঙ্গনওয়াড়ি কর্মী তার কেন্দ্রে প্রায়ই আসেন না। আবার সিডিপিও অফিস থেকে পুষ্টি প্রকল্পের যে সামগ্ৰী দেওয়া হয় তা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে পাওয়া যাচ্ছে না।

অভিযোগ অঙ্গনাওয়াড়ি কর্মী নাকি প্রায়ই ছুটিতে থাকেন। অথচ মাসের শেষে বেতন গুনেন বাড়িতে বসেই । এব্যাপারে সিডিপিওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । কেন না সব কিছু জেনেও সিডিপিও কেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না । ফলে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে ।

 পুষ্টি প্রকল্পে এধরনের দুর্নীতির সুষ্ঠু তদন্তক্রমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত হলে রাঘব বোয়ালদের নামধাম প্রকাশ্যে চলে আসবে বলেও অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। একদিকে সরবরাহকারী সংস্থা ডিম সরবরাহের পর বকেয়া পাচ্ছে না মাসের পর মাস যাবৎ । অপরদিকে  কাঞ্চনপুর সরকারি খাদ্য গুদামে কয়েক হাজার কেজি  ডাল নষ্ট হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টে পুষ্টি প্রকল্প লাটে উঠেতে বসেছে। কাঞ্চনপুর প্রজেক্টে  বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টি প্রকল্প শুধু কাগজপত্রে চলছে ।  দপ্তর এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহন করুক, দাবি শুভবুদ্ধি সম্পন্ন জনগণের।