কিশনগঞ্জ, ১ নভেম্বর (হি. স.) : কিশনগঞ্জের বাহাদুরগঞ্জ থানা এলাকায় কুয়ো থেকে ২ বছরের শিশুর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম প্রিয়া শর্মা(২)। গত শনিবার হঠাৎ নিখোঁজ হয়ে যায় প্রিয়া। তার বাবা দুর্যোধন শর্মা এই নিয়ে শনিবার সন্ধ্যায় বাহাদুরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিন গাঙ্গি গ্রাম পঞ্চায়েতের কবীর চকের একটি পরিত্যক্ত কুয়ো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তখন স্থানীয় লোকজন কুয়োতে একটি পচাগলা শিশুর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। শিশুর বাবার অভিযোগ, তাঁর মেয়েকে অপহরণ করে খুন করে কুয়োতে ফেলে দিয়েছে। যদিও বাহাদুরগঞ্জ থানার পুলিশ এই বিষয়ে কোনও মন্তব্য করেন নি। মহকুমা পুলিশ আধিকারিক গৌতম কুমার জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।