আলওয়ার, ১ নভেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রাজস্থানে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। বুধবার তিজারায় এক নির্বাচনী সমাবেশে একথা বলেন যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী আলওয়ারের সাংসদ ও বিজেপি প্রার্থী বাবা বালকনাথের নির্বাচনে মনোনয়নের জন্য তিজারায় এসেছিলেন। এদিন সমাবেশের ভাষণে যোগী বলেন, রাজস্থানে হিন্দু বিরোধী কংগ্রেস সরকার রয়েছে। এখানে গোমাতার ক্ষতি করা হয়েছে। রাজস্থানে যত দিন যাচ্ছে অপরাধ, গোহত্যা এবং ধর্ষণ বেড়ে চলেছে। এসবের কারণে রাজস্থান বিখ্যাত হয়ে উঠছে। উত্তরপ্রদেশে অপরাধ নির্মূল করতে পারলে রাজস্থানে কেন নির্মূল করা যাবে না। যোগী জানান, রাজস্থানে অরাজকতা নয়, রামরাজ্য আনা হবে। বিজেপি সরকার গঠিত হলে উত্তরপ্রদেশের মতো এখানেও অপরাধীদের মধ্যে ভয় তৈরি হবে। আদিত্যনাথ আরও বলেন, বালকনাথের নিজের কোনও পরিবার নেই। বালকনাথ তিজারাকে নিজের পরিবার বলে মনে করছেন। তাঁর একটাই উদ্দেশ্য, কেউ যেন কষ্ট না পায়, সেইজন্যই বালকনাথ তিজারায় এসেছেন। এদিনের ভাষণে যোগী মোদী সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি মোদী সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন।