বিজেপি ধর্ম ও বর্ণের নামে মানুষকে বোকা বানিয়েছে : মল্লিকার্জুন খাড়গে

সুকমা, ১ নভেম্বর (হি.স.) : বিজেপি ধর্ম ও বর্ণের নামে মানুষকে বোকা বানিয়েছে বলে বিজেপির প্রতি তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার ছত্তিশগড়ের সুকমায় একটি জনসমাবেশে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দেন খাড়গে।

খাড়গে বলেন, বিজেপি কংগ্রেসকে কটূক্তি করা ছাড়া আর কিছুই করেনি। আমরা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছি। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মহাত্মা গান্ধী, দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। বিজেপিতে কি এমন কেউ আছে? খাড়গে সমাবেশে এও বলেন, বিজেপি ‘ভোট-ব্যাঙ্কের রাজনীতি’ করছে। ধর্ম ও বর্ণের নামে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি। বিজেপি তপশিলি জাতি (এসসি)-এর একজন মহিলাকে রাষ্ট্রপতি করার কথা বলে মানুষকে প্রতারণা করছে। তাদের জানা উচিত, কংগ্রেস দল দেশকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী দিয়েছে। কংগ্রেস অনগ্রসর শ্রেণীকে ক্ষমতায়ন করেছে। নির্বাচনে জিততে হবে। তবে তার চেয়েও বড় কথা আমাদের দেশকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে এবং সমাজকে বাঁচাতে হবে, এদিন ছত্তিশগড়ের সুকমার জনসমাবেশের ভাষণে একথাও বলেন খাড়গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *