আলওয়ার, ৩০ অক্টোবর (হি.স.) : রাজস্থানের তিজারা জেলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বাচনী প্রচারে আসবেন। সূত্রের তরফে জানা গিয়েছে,যোগী বিজেপির মহন্ত বালকনাথের সমর্থনে পয়লা নভেম্বর তিজারায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন।
মহন্ত বালকনাথ জানিয়েছেন, মনোনয়ন সমাবেশে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী যোগী। সমাবেশ উপলক্ষ্যে সোমবার বিজেপি প্রার্থী মহন্ত বালক নাথ যোগীর সভাস্থল পরিদর্শন করেন। তারপর তিনি তিজারা শহরের প্রধান বাজারে চাল বিতরণ করেন এবং গ্রামবাসীদের সভায় আমন্ত্রণ জানান। সকাল ১০টায় ভিওয়াদি হাইওয়ের যাদব ধর্মশালার সামনে একটি বিশাল জনসভার আয়োজন করা হবে।
পয়লা নভেম্বর সভাস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এবার রাজস্থান নির্বাচনে লড়ছেন।

