আগরতলা, ৩০ অক্টোবর: দেশের বিভিন্ন রাজ্যে পেঁয়াজের মূল্যবৃদ্ধির ছ্যাঁকা এখন ত্রিপুরাবাসীর শরীরেও লেগেছে। রাজ্যের বাজার গুলিতে আচমকা পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। একলাফে প্রতি কেজিতে পেয়াঁজের দাম ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। তাতে দুশ্চিন্তায় পড়েছেন আমজনতা। কি কারণে হঠাৎ এই মূল্যবৃদ্ধি তার কোন উত্তর দিতে পারছেন না রাজ্যের পেয়াজ বিক্রেতারা।
সবে মাত্র শারদোৎসব ও কোজাগরী লক্ষ্মীপুজো শেষ হয়েছে। এবার অপেক্ষা কালীপুজোর। উৎসবের মধ্যে পকেটে এমনিতেই টান পড়েছে সাধারণ মানুষের। কারণ, পুজো পার্বণে খরচ বাড়ে আমজনতার। তার মধ্যে উৎসবের মরশুমে বাজারে হঠাৎ করেই বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম। দেশের বিভিন্ন রাজ্যে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তার সাথে পাল্লা দিয়ে ত্রিপুরায়ও পেয়াঁজের দাম বেড়েছে।
জনৈক ব্যবসায়ীর মতে, বাজারে গত এক সপ্তাহে প্রতি কেজি পেয়াঁজের দাম ৫০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকা। কি কারণে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে তা জানা নেই তাঁর, দাবি করেন তিনি।