কুপওয়ারা, ৩০ অক্টোবর (হি.স.) : জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় এক অনুপ্রবেশকারীর মৃতদেহ উদ্ধার হয়। রবিবার নিরাপত্তা বাহিনীর হাতে নিহত অনুপ্রবেশকারীর মৃতদেহ সোমবার সকালে তল্লাশি অভিযানের সময় উদ্ধার করা হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুরো এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।
সূত্রের তরফে জানা গিয়েছে, রবিবার, কুপওয়ারা পুলিশ এবং সেনাবাহিনীর বিহার ইউনিটের একটি যৌথ দল এক অনুপ্রবেশকারীকে হত্যা করে। জুমাগুন্ড সেক্টরে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার জন্যই নিরাপত্তা বাহিনী এক অনুপ্রবেশকারীকে হত্যা করেছিল। ওই এলাকায় নিরাপত্তা বাহিনী এখনও তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। বাহিনী ওই এলাকায় যাওয়া ও আসার সমস্ত রাস্তাও এখনও পর্যন্ত বন্ধ রেখেছে।