স্থিতিশীল সরকারের কারণেই দেশের দ্রুত উন্নয়ন হচ্ছে : প্রধানমন্ত্রী মোদী

মেহসানা, ৩০ অক্টোবর (হি.স.): স্থিতিশীল সরকারের কারণেই দেশের দ্রুত উন্নয়ন হচ্ছে। মানুষ জানেন আমি যখন কোনও অঙ্গীকার করি, আমি তা পূরণও করি। সোমবার গুজরাটের মেহসানায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী এদিন মেহসানায় ৫,৯৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ ৩০ অক্টোবর এবং আগামীকাল ৩১ অক্টোবর, এই দু’টি দিনই আমাদের জন্য খুব অনুপ্রেরণাদায়ক। আজ গোবিন্দ গুরুজীর মৃত্যুবার্ষিকী, যিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আর আগামীকাল সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। আমাদের প্রজন্ম বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি দেখেছে। আমরা সর্দার প্যাটেলের প্রতি আমাদের সর্বোচ্চ ভক্তি প্রদর্শন করেছি। আগামী প্রজন্ম সর্দার প্যাটেলের মূর্তির দিকে তাকাবে কিন্তু তাঁরা মাথা নত করবে না, তাঁদের মাথা উঁচু করে থাকবে।”
প্রধানমন্ত্রীর কথায়, “এখানে আসার আগে, অম্বাজি মন্দির দেখার সুযোগ হয়েছিল আমার, যেভাবে ‘গব্বর’ (আম্বাজি গ্রামের পশ্চিমে একটি ছোট টিলা যা দেবীর আদি আসন বলে বিশ্বাস করা হয়) গড়ে তোলা হচ্ছে, গতকাল ‘মন কি বাত’-এ আমি সেই সম্পর্কে কথা বলেছিলাম। আজ ৬০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করা হয়েছে… এই প্রকল্পগুলি কৃষকদের শক্তিশালী করবে। এই প্রকল্পগুলির কারণে মেহসানার আশেপাশের সমস্ত জেলা উপকৃত হবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, সমগ্র বিশ্ব এখন ভারতের উন্নয়ন নিয়ে আলোচনা করছে। চাঁদে ভারতের অবতরণকে বিশ্বজুড়ে প্রশংসা করা হয়েছে এবং বিশ্ব অবাক হয়েছে যে আমরা কীভাবে জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করেছি।”
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

নলবাড়ির হরি মন্দিরের নির্বাহী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মন্ত্রী জয়ন্তমল্ল ও সম্পাদক এবং দুই কার্যনির্বাহী সদস্য নির্বাচিত
নলবাড়ি (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : নলবাড়ি জেলা সদরে অবস্থিত হরি মন্দিরের কার্যনির্বাহী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছে এলাকার বিধায়ক তথা মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া ও সম্পাদক পদে নলিনীকান্ত শীল এবং দুই কার্যনির্বাহী সদস্য৷ ভোট গণনা চলছে৷

উল্লেখ্য, গতকাল রবিবার হরি মন্দিরের কার্যনির্বাহী সমিতির সাধারণ সভায় ২৩টি পদের জন্য ভোট গ্ৰহণ সম্পন্ন হয়েছিল৷ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৮২ জন৷ আজ সোমবার সকাল দশটা থেকে শুরু হয়েছে ভোট গণনা৷ ইতিমধ্যে সমিতির সভাপতি পদে বিনা প্ৰতিদ্বন্দ্ব্বিতায় জয়ী হয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি, দক্ষতা বিকাশ ও উদ্যোগ এবং পৰ্যটন দফতরের মন্ত্ৰী তথা নলবাড়ির বিধায়ক জয়ন্তমল্ল বরুয়া, সম্পাদক পদে নলিনীকান্ত শীল সহ দুই সদস্য৷

আজকের ভোট গণনায় এ খবর লেখা পর্যন্ত বেশ কয়েকটি ব্যালট পেপার বাতিল হয়েছে৷ প্রসঙ্গত, হরি মন্দির কাৰ্যনিৰ্বাহী সমিতির মোট ২,১৮৮ জন আজীবন সভ্য ৮২ জন প্ৰাৰ্থীকে ভোট দিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷