বেঙ্গালুরু, ৩০ অক্টোবর (হি.স.) : সোমবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বীরভদ্রনগরের একটি বাস ডিপোতে ভয়াবহ আগুন লাগে। যদিও কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বেঙ্গালুরুর বীরভদ্রনগরের একটি বাস ডিপোতে পার্ক করা বেসরকারি বাসে আগুন লাগে।
বেঙ্গালুরুর পিইএস ইউনিভার্সিটির কাছে এদিনের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। দমকল কর্মীরা সঠিক সময়ে বাস ডিপোতে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের আসতে দেরি হলে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারতো বলে জানা গিয়েছে।

