ত্রিপুরা-১৯৯/৭(৫০)
মনিপুর-১২০(৪২.৫)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ ওড়িশা। শেহবাগ ইন্টারন্যাশনাল মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-২৩ একদিবসীয় ক্রিকেটে। হরিয়ানায় রবিবার দুদলই হালকা অনুশীলন সেরে নেয়। প্রথম ম্যাচে ত্রিপুরা জয় পেলেও হেরে গিয়েছিলো ওড়িশা। ফলে মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই ওড়িশার বিরুদ্ধে মাঠে নামবে ত্রিপুরা। এদিকে শনিবার আসরের প্রথম ম্যাচে ত্রিপুরা ৭৯ রানে পরাজিত করে মনিপুরকে। লালহলির বংশীলাল ক্রিকেট মাঠে ত্রিপুরাকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন চন্দন রায় এবং আনন্দ ভৌমিক। বিশেষ করে চন্দনের অলরাউন্ড পারফরম্যান্স দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেয়। ত্রিপুরার ১৯৯ রানের জবাবে মনিপুর ১২০ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার চন্দন রায় প্রথমে ব্যাট হাতে ৫০ রান করার পর বল হাতে ২ উইকেট নেন। এছাড়া আনন্দ ভৌমিক দখল করেন ৪ উইকেট। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা ১৯৯ রান করে। দল যখন চাপে তখনই ৭ নম্বরে ব্যাট করতে নেমে ত্রাতার ভূমিকা পালন করেন চন্দন। দুরন্ত ব্যাট করে ৫৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে সেন্টু সরকার ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫, ইন্দ্রজিৎ দেবনাথ ১১ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ (অপ:), সন্দীপ সরকার ৪০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং তন্ময় দাস ৫৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। মনিপুরের পক্ষে ডোমেনিক ২৪ রান দিয়ে ৪ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাড়াসি আক্রমণে ১২০ রানে গুটিয়ে যায় মনিপুর। দলের পক্ষে দলনায়ক লেনিয়া খোয়ারাপাম ৬৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৫, সঞ্জীৎ ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং অন্দরশন ৩৬ বল খেলে ১৩ রান করেন। ত্রিপুরার পক্ষে আনন্দ ভৌমিক ২৩ রানে দিয়ে ৪ টি এবং চন্দন রায় ৬ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন।