প্রজাপিতা ব্রহ্ম কুমারী ঈশ্বরীয়া বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে ৯ দিন ব্যাপী বিদায় টেনশন নামক শিবির ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ অক্টোবর : ধর্মনগরের প্রজাপিতা ব্রহ্ম কুমারী ঈশ্বরীয়া বিশ্ববিদ্যালয়ের ভবনে  আসন্ন নয় দিনব্যাপী মেগা মেডিটেশন শিবিরকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার। এই প্রথমবারের মতো ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বিদায় টেনশন নামক মেগা মেডিটেশন শিবির। ৯ দিনব্যাপী এই শিবিরে মূল প্রবচক হিসাবে উপস্থিত থাকবেন ইন্দোর থেকে আগত প্রখ্যাত টেনশন মুক্তি বিশেষজ্ঞা ব্রহ্মকুমারী পুনম বেহেনজি।
উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুনম বেহেনজি, আগরতলার দায়িত্বপ্রাপ্ত গৌরী বেহেনজি এবং ধর্মনগরের দায়িত্বপ্রাপ্ত বিকে মামনি বেহেনজি। এই সম্মেলনে জানানো হয় প্রতিদিন মেডিটেশনের গভীর অনুভূতি করানো হবে এবং জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে রাজযোগ মেডিটেশনের প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হবে এই শিবিরে।
ধর্মনগরের বিবিআই ময়দানে ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে ৭ টা পর্যন্ত চলবে এই শিবির। এই শিবিরের প্রথম দিন থাকবে চিন্তামুক্ত জীবনশৈলী, দ্বিতীয় দিন থাকবে খুশির উৎসব, তৃতীয় দিন থাকবে আত্মজ্ঞান, চতুর্থ দিন থাকবে আনন্দ উৎসব, পঞ্চম দিন পরিবর্তন উৎসব, ষষ্ঠ দিন হবে ধ্যান-উৎসব, সপ্তম দিনে অলৌকিক জন্মোৎসব, অষ্টম দিন মহা বিজয় উৎসব এবং নবম দিনে থাকবে বিদায় টেনশন উৎসব।

বিদায় টেনশন নামক শিবিরের রজতজয়ন্তীবর্ষের পূর্তি এই বছর ধর্মনগরে শহরেই পালন করা হবে বলে জানানো হয়। শিবিরে প্রবেশ নিঃশুল্ক কর কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুরোপুরিষের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি ভবতোষ দাস বাগ বাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনের পাশাপাশি ত্রিপুরা তথা বাংলাদেশের মুখ্য সঞ্চালিকা  প্রয়াত ব্রহ্মকুমারী কবিতা বেহেনজির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। উত্তর জেলার মোট ২২ টি বিদ্যালয়, বিভিন্ন বাজারে এবং মোটরস্ট্যান্ড গুলিতে রেজিস্ট্রেশন করানো হয়েছে। এখন পর্যন্ত মোট ১৫ হাজার রেজিস্ট্রেশন করা হয়েছে তার মধ্যে প্রতিদিন আড়াই হাজার করে আপাতত এন্ট্রি পাশের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য প্রজাপিতা ব্রহ্ম কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মোট ৮৭০০ টি শাখা রয়েছে এবং ১২৭টি দেশে বেহেনজিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *