মহুয়া মৈত্রের উচিত লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হওয়া : দিলীপ ঘোষ

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): মহুয়া মৈত্রের উচিত লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হওয়া। রবিবার এই মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ বলেছেন, যদি সে কোনও অন্যায় না করে থাকে, তাহলে সত্য বেরিয়ে আসবে। কিন্তু সে বড় ভুল করেছে, তাই তাঁর শাস্তি হওয়া উচিত। এদিকে, এথিক্স কমিটির সামনে হাজিরার জন্য ৫ নভেম্বরের পর সময় চেয়েছেন মহুয়া, কিন্তু সাংসদকে তার আগেই আবার তলব করে চিঠি পাঠিয়েছে এথিক্স কমিটি।

‘অর্থ নিয়ে প্রশ্ন’ বিতর্কে লোকসভার এথিক্স কমিটি শনিবারই নতুন করে তলব করেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। এর আগে তাঁকে যে দিন ডাকা হয়েছিল, সে দিন যেতে পারছেন না বলে কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন মহুয়া। তিনি হাজিরার জন্য কিছুটা সময়ও চেয়েছিলেন। মহুয়ার চাওয়া সেই সময়ের আগেই তাঁকে আবার তলব করা হয়। আগামী ২ নভেম্বর সকাল ১১টায় মহুয়াকে সংসদের এথিক্স কমিটির ঘরে হাজিরা দিতে হবে।