কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ বেড়েছে। আপাতত উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, অনুভূত হচ্ছে হালকা ঠান্ডাও। শুকনো বাতাসে জলীয়বাষ্প কমবে। এ বার ধীরে ধীরে আবহাওয়া ঠান্ডা হচ্ছে। শীতের দিকে এগোচ্ছে বাংলা। যদিও আলিপুর আবহাওয়া দফতর থেকে এখনই শীত নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে। বাতাসে থাকতে পারে হালকা ঠান্ডার আমেজ। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় জেলায় জেলায় শীতের আমেজ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ায় শীতের আমেজ ক্রমশই বাড়তে থাকবে। তবে নভেম্বরের শুরুতে কিছুটা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ফের দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। পারদ-পতনে ঠান্ডা আমেজ অনুভূত হচ্ছে তিলোত্তমাতে, গ্রাম বাংলাতেও অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা, তবে এই ঠান্ডা শীত নয়।