শিলিগুড়ি, ২৯ অক্টোবর (হি.স.) :শিলিগুড়ি বিভাগের খড়িবাড়ি থানার পুলিশ রবিবার ভোরে বাংলা-বিহার সীমান্তে অবৈধ বালি বোঝাই একটি ট্রাক আটক করেছে। চালককে আটক করা হয়েছে। আটক চালকের নাম শাহীন বাদশা (২২)। তিনি বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ি জেলার উদলাবাড়ি থেকে বিহার যাওয়ার সময় বাংলা-বিহার সীমান্তের চককরমারী এলাকায় তদন্তের জন্য তাকে থামানো হয়। ট্রাকটি চেক করে দেখা যায়, তাতে বালু বোঝাই করা হয়েছে। এরপর খড়িবাড়ি থানার পুলিশ চালকের কাছে বালি সংক্রান্ত কাগজপত্র চায়। যা চালক দেখাতে না পারায় পুলিশ ব্যবস্থা নেয় এবং চালককে আটক করে। খড়িবাড়ি থানার পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

