নয়দিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণের পর রাজধানী দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করল দিল্লি পুলিশ। রবিবারের এই বিস্ফোরণের পর দিল্লির জনবহুল জায়গায় বিশেষ নজরদারি রাখা হয়েছে দিল্লির পুলিশের পক্ষ থেকে । স্পেশাল সেল সর্বক্ষণ গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে। বিস্ফোরণের পর থেকে কোনও তথ্যকেই হালকাভাবে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
রবিবার সকালে কেরলের কোচির এর্নাকুলামের একটি কনভেনশন সেন্টার বিস্ফোরণে কেঁপে ওঠে। এরফলে একজনের মৃত্যু হয়েছে এবং ২০ জনের বেশি আহত হয়েছে। কালামাসেরিতে খ্রিস্টান ধর্ম গোষ্ঠীর সম্মেলন কেন্দ্রে বিস্ফোরণটি হয়। এই কাণ্ডে সন্ত্রাসের সম্ভাবনা রয়েছে বলেই অনুমান দিল্লি পুলিশের।