নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ অক্টোবর : উত্তর জেলা বিজেপি দলের সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত সুমিত দের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন তিনি।
উত্তর জেলা বিজেপি দলের সাধারণ সম্পাদক তথা যুব তুর্কিনেতা সুমিত দের আকস্মিক মৃত্যুতে গোটা রাজ্য জুড়ে শাসক দলের কর্মীদের মধ্যে শোক বিরাজ করছে। সুমিত দের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে আগরতলা থেকে রবিবার ১২:৪৫ মিনিটে চপারে ধর্মনগরের ওএনজিসি কমপ্লেক্সের হেলিপেডে অবতরণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখান থেকে তিনি সোজা চলে যান সুমিত দের বাড়িতে।
মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্যরা সুমিত দের শোকাহত পরিবারের সাথে ব্যক্তিগত আলোচনা করেন এবং তাদের পাশে সর্বদা থাকার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য সুমিত দের একমাত্র ছেলে রয়েছে যে নবম শ্রেণীকে পাঠরত। দুপুর ১. ৪৫ মিনিটে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা পুনরায় চপারে চড়ে আগরতলার উদ্দেশ্যে পাড়ি দেন।
মুখ্যমন্ত্রীর এই সফরে সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সান্তনা চাকমা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা বিজেপি সভানেত্রী মলিনা দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, ধর্মনগর মন্ডল এর সভাপতি শ্যামল কান্তি নাথ সহ জেলা এবং মহকুমার বিভিন্ন স্তরের মন্ডলের কর্মকর্তারা।
মুখ্যমন্ত্রীর এই ক্ষণকালের সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ছিল উপচে পড়া ভিড়।

