রাজনন্দগাঁও, ২৯ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের জনগণকে বড়সড় আশ্বাস দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁও-এর জনসভা থেকে রাহুল গান্ধী বলেছেন, বিনামূল্যে কেজি থেকে পিজি পর্যন্ত শিক্ষা দিতে চলেছে ছত্তিশগড় সরকার।
রাহুল বলেছেন, “আমি আগেই বলেছি, দুই ধরনের সরকার আছে, একটি কৃষক, দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করে, এবং অন্যটি কোটিপতিদের জন্য কাজ করে। ভূপেশ বাঘেল বলেছিলেন, মোদী সরকার আদানির মতো মানুষদের ১৪ লক্ষ কোটি টাকা মকুব করেছে।”
রাহুল আরও বলেছেন, “আমি ছত্তিশগড়ের কৃষকদের বলতে চাই, আমরা গতবার কৃষি ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করেছি, এবং এবারও, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা আবার কৃষি ঋণ মকুব করব।” রাহুল জোর দিয়ে বলেছেন, “পাঁচ বছর আগে কংগ্রেস ছত্তিশগড়ের জনগণকে ৪-৫টি প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার কৃষক ও শ্রমিকদের কথা শুনবে, এই প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কৃষি ঋণ মকুব করা এবং প্রতি কুইন্টাল ২,৫০০ টাকায় ধান সংগ্রহ করা। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, ‘আমরা কি সেই সব প্রতিশ্রুতি পূরণ করেছি?”

