ফিরোজাবাদের কাঠ বাজার এলাকায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৪টি দোকান

ফিরোজাবাদ, ২৯ অক্টোবর (হি.স.): ভয়াবহ আগুন লাগল উত্তর প্রদেশের ফিরোজাবাদের কাঠ বাজার এলাকায়। রবিবার ভোররাতে কাঠ বাজার এলাকায় অবস্থিত একের পর এক দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে কমপক্ষে ২৪টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর। সৌভাগ্যবশত এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি।

শহরের এসপি সরভেশ কুমার মিশ্র বলেছেন, “আমাদের কাছে খবর এসেছে, কাঠ বাজার এলাকায় যেখানে আসবাবপত্র তৈরির কাজ চলছে সেখানে আগুন লেগেছে। ব্যাপক আগুন লেগেছে, আগুন এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। এলাকা খালি করা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও তথ্য নেই। আগুনে প্রায় ২৪টি দোকান পুড়ে গিয়েছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।”