জগদলপুর, ২৮ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড়ে হোটেল থেকে উদ্ধার ইতালি নাগরিকের দেহ। শনিবার রাজ্যের জগদলপুর জেলার একটি বোধঘাট থানার অন্তর্গত ধর্মপুরা শহরের একটি বেসরকারি হোটেল থেকে উদ্ধার হয় ওই ইতালির নাগরিকের দেহ। বোধঘাট থানার পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।
পুলিশের সিএসপি বিকাশ কুমার জানিয়েছেন, অনুমান করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ইতালির নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। তদন্তের জন্য ঘটনাস্থলে যায় ফরেন্সিক বিশেষজ্ঞের দল। শনিবার হোটেলের ৩০৫ নম্বর রুমে কোনও শব্দ না পেয়ে হোটেলের কর্মচারীরা এবং মৃতের বন্ধু রুমের দরজা খুললে তাঁকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পায়।
নিহতের নাম মোর ফ্রান্সিসকো, ইনি ইতালির বাসিন্দা। এনএমডিসি স্টিল প্ল্যান্টে চাকরির জন্য তিনি এদেশে এসেছিলেন। মৃত মোর গত ১৭ অক্টোবর থেকে এই হোটেলে থাকছিলেন।