হামিরপুর, ২৮ অক্টোবর (হি.স.): টাকার বিনিময়ে প্রশ্ন অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। আগামী ৩১ অক্টোবর তাঁকে সমন পাঠিয়েছে সংসদের এথিক্স কমিটি। যদিও, মহুয়া জানিয়েছেন ওই দিন সমনে সাড়া দিতে পারবেন না তিনি। এ বিষয়ে এবার মহুয়া মৈত্রকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শনিবার হিমাচল প্রদেশের হামিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, এটি দেশের নিরাপত্তা এবং দুর্নীতির বিষয়, এর তদন্ত হওয়া উচিত এবং দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, সংসদীয় কমিটি যদি কাউকে তলব করে থাকে, তাহলে তাঁরা গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরুক। এমনকি যদি সে নিজের ভুল স্বীকার না করে, তাহলেও সত্যকে আড়াল করা যায় না। দেশবাসী জানতে চায় সংসদ সদস্য কীভাবে বিক্রি হলো!