নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): আবগারি নীতি মামলায় ধৃত আম আদমি পার্টি (এএপি)-র নেতা তথা সাংসদ সঞ্জয় সিংয়ের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ১০ নভেম্বর পর্যন্ত সঞ্জয় সিংয়ের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে।
বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবারই আদালতে পেশ করা হয়েছিল সঞ্জয় সিংকে। কড়া নিরাপত্তায় তাঁকে আদালতে পেশ করা হয়। এদিন আদালতে পেশ হওয়ার সময় কটাক্ষ করে সঞ্জয় সিং বলেন, “যাঁরা ক্ষমতায় রয়েছে তাঁদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।” যাইহোক, বিচারপতি এদিন এএপি সাংসদ সঞ্জয় সিংকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।