আগরতলা, ২৭ অক্টোবর: সবেমাত্র শারদোৎসব শেষ হয়েছে, তার রেষ কাটতে না কাটতেই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামীকাল প্রতিটি ঘরে ঘরে পুজিত হবেন মা লক্ষ্মী। ধনদেবীর আরাধনায় রাজ্যের বিভিন্ন বাজারে যাবতীয় প্রস্তুতি এখন তুঙ্গে। পুজোর যাবতীয় উপকরণের দাম শুনলে মূল্যবৃদ্ধির ছেঁকা লাগছে। সবজি থেকে ফল, সব কিছুরই দাম উর্ধমুখী। তবুও, বাজারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।
বাঙালি ধর্মপ্রাণ জনগণ মেতে উঠবে আরও একটি উৎসবের আনন্দে। ঘরে ঘরে পূজিত হবে মা লক্ষ্মী। ইতিমধ্যেই বিভিন্ন বাজারগুলিতে জমজমাট প্রস্ততি। বাজারে দেবী মূর্তি নিয়ে হাজির হচ্ছেন বিক্রেতারা। ফুল, বেলপাতা থেকে পুজোর যাবতীয় উপকরণ এখন বাজারে যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে। তবে দাম শুনলে গৃহস্থের গায়ে ফোস্কা লাগছে। কারণ, সবজি থেকে ফল, সব কিছুরই দাম উর্ধমুখী।
জনৈক ক্ষুদ্র ব্যবসায়ীর মতে, লক্ষ্মী পূজার বাজার মন্দা। গত বছরের তুলনায় এবছর কম দামে বিক্রি হচ্ছে লক্ষ্মী প্রতিমা। মায়ের প্রতিমা তৈরী করতে বিভিন্ন সমগ্রীর মূল্য অনুযায়ী প্রতিমার মূল্য তেমন পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
আরও এক ব্যবসায়ী জানান, গতবছরের তুলনায় এবছর বাজার ভালো। পুজো উপলক্ষ্যে সব কিছুরই দাম উর্ধমুখী, কিন্তু বাজারে জিনিসের চাহিদা রয়েছে।

