তামিলনাড়ুর চেন্নাইয়ের কিছু অংশে হালকা বৃষ্টিপাত

চেন্নাই, ২৭ অক্টোবর (হি.স.) : তামিলনাড়ুর চেন্নাইয়ের কিছু অংশে শুক্রবার সকালে হালকা বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের উপক্রান্তীয় ঘূ্র্ণাবর্তের কারণে এই বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তামিলনাড়ুর এগমোর, চেন্নাই, পুরাসাওয়ালকাম এবং থোরাইপাক্কামের মতো এলাকায় এদিন সংক্ষিপ্ত কিন্তু অবিরাম বৃষ্টিপাত হয়েছে। এর আগে বৃহস্পতিবার, আঞ্চলিক আবহাওয়া দফতর(আরএমসি) জানিয়েছিল, শহরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর শুক্রবার আরও জানিয়েছে যে, শহর এবং শহরতলির আকাশ আগামী ৪৮ ঘন্টা আংশিক মেঘলা থাকবে।