আগরতলা, ২৭ অক্টোবর: আজ উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন মন্দির পরিদর্শনের সময় রাজ্যপালের সাথে স্ত্রী সহ তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে এসে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সপরিবারে মন্দিরে পুজো দিয়েছেন ও মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ প্রার্থনা করেছেন।
এদিন রাজ্যপাল সকালে উদয়পুর এসে পৌঁছালে গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা তাঁকে স্বাগত জানিয়েছেন। উদয়পুর সার্কিট হাউসে রাজ্যপালকে গোমতী জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।