নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী দু’দিন ধরে ছত্তিশগড়ে নির্বাচনী প্রচার করবেন। রাহুল গান্ধী ২৮ অক্টোবর কাঙ্কের, রাজনন্দগাঁও এবং ভানুপ্রতাপপুরে সমাবেশে ভাষণ দেবেন। আগামী ২৯ অক্টোবর কাওয়ার্ধায় জনসভা করবেন তিনি।
কংগ্রেস, তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত কাঙ্কের (এসটি) আসন থেকে শঙ্কর ধ্রুব নামক ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। রাজনন্দগাঁও থেকে গিরিশ দেবাঙ্গন এবং ভানুপ্রতাপপুর (এসটি) এর সংরক্ষিত আসন থেকে সাবিত্রী মান্ডবীকে প্রার্থী করেছে। ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল মন্ত্রিসভার একমাত্র মুসলিম মন্ত্রী মোহাম্মদ আকবর, কাওয়ার্ধা থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াচ্ছেন।