Big Breaking Air India : এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, অল্পেতে রক্ষা পেলেন যাত্রীরা

আগরতলা, ২৭ অক্টোবর : বড়সড় বিপদের হাত থেকে অল্পেতে রক্ষা পেয়েছেন বিমানযাত্রীরা। এয়ার ইন্ডিয়ার বিমান এআই-৭৪৪ আজ সকালে আগরতলা থেকে কলকাতা যাওয়ার সময় প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। পাইলট বিষয়টি আঁচ করতে পেরে তড়িঘড়ি বিমান রানওয়ে থেকে ফিরিয়ে এনে বে-তে রেখে দেন এবং সমস্ত যাত্রীদের নিরাপদে নেমে যাওয়ার ব্যবস্থা করেন। এয়ার ইন্ডিয়ার জনৈক আধিকারিক জানিয়েছেন, আগরতলা থেকে কলকাতাগামী বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় সমস্ত যাত্রীদের নামানো হয়েছে। তাঁদের অন্য বিমানে কলকাতা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অন্যান্য দিনের মতোই আজ সকালে কলকাতা থেকে যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান আগরতলায় এসেছে। পুণরায় ওই বিমান যাত্রী নিয়ে কলকাতায় উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এয়ার ইন্ডিয়ার বিমান এআই-৭৪৪ রানওয়ে-তে যাওয়ার সময় বিমানের ধোঁয়া  অন্বেষণ যন্ত্রটি বিপদ সংকেত দিতে শুরু করেছিল। পাইলট সমস্যা আঁচ করতে সঙ্গে সঙ্গে বিমান রানওয়ে থেকে ফিরিয়ে এনে বে-তে রেখে দেন এবং সমস্ত যাত্রীদের নিরাপদে নেমে যাওয়ার ব্যবস্থা করেন। ওই ঘটনায় কিছুক্ষণের জন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু, বিমান কর্মীদের তৎপরতায় তাঁরা দ্রুত স্বাভাবিক হয়ে যান।

যতদূর জানা গেছে, ওই বিমানের হাইড্রোলিকে সমস্যা দেখা দিয়েছিল। অতিরিক্ত গরম হয়ে থাকার কারণে সামান্য ধোঁয়া বের হতে শুরু করেছিল। বিমানের ধোঁয়া অন্বেষণ যন্ত্র খুব দ্রুত তা শনাক্ত করতে সক্ষম হওয়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বিমান যাত্রী, পাইলট এবং বিমান সেবিকা নিয়ে মোট ১৩২ জন ছিলেন ওই বিমানে।  

এয়ার ইন্ডিয়ার জনৈক আধিকারিক জানিয়েছেন, বিমানে তেমন মারাত্মক সমস্যা হয়নি। সামান্য প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। মাঝেমধ্যেই এমন সমস্যার সম্মুখীন হন তাঁরা। ফলে, তাতে চিন্তার কোন বিষয় নেই। সাথে তিনি যোগ করেন, বিমান যাত্রীদের নিরাপদেই নামানো হয়েছে। বিমানে মোট ১২৪ জন যাত্রী ছিলেন। তাঁদের অন্য বিমানে কলকাতা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাঁর কথায়, বিমানটি বর্তমানে এমবিবি বিমান বন্দরে সারাই হচ্ছে। আগামীকাল সারাই হওয়ার পর বিমানটি আগরতলা থেকে ফিরে যাবে।