আগরতলা, ২৬ অক্টোবর: স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে দুইজন ব্যক্তি। বৃহস্পতিবার কাশিপুর চানপুর এলাকায় স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছেন।
জনৈক দমকলকর্মী জানিয়েছেন, আজ কাশিপুর চানপুর এলাকায় স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হয়েছেন দুই জন ব্যক্তি। স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিল। আহতরা হলেন, সৌরভ ভৌমিক ও স্বপন দেবনাথ। বর্তমানে তাদের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে।

