হরিয়ানায় প্রথম ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে ত্রিপুরা কাল মনিপুরের বিপক্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর।। প্রস্তুতি চূড়ান্ত। শুধু ত্রিপুরার ছেলেরা নয়। হরিয়ানায় গ্রুপ লিগে অংশগ্রহণকারী সাতটি দলের অনূর্ধ্ব ২৩ ক্রিকেটাররাই শেষ সময়ের টিপসও আজ নিয়ে নিয়েছে। পুরুষদের অনূর্ধ্ব ২৩ স্টেট-এ ট্রফি এক দিবসীয় ২০২৩-২৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৮ অক্টোবর থেকে। এই গ্রুপে লিগ পর্যায়ে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে ছটি দলের তিনটি ম্যাচ প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে। ৫০ ওভারের খেলা। ত্রিপুরা মনিপুরের ম্যাচ হবে লাহলিতে চৌধুরী বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে। একই সময়ে ঝাঁঝরে শেওয়াগ ইন্টারন্যাশনাল স্কুল গ্রাউন্ডে ছত্তিশগড় খেলবে গোয়ার বিরুদ্ধে। সুলতানপুরে গুরুগ্রাম ক্রিকেট গ্রাউন্ডে মুম্বাই খেলবে ওড়িশার বিরুদ্ধে। মনিপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে ত্রিপুরার ছেলেরা আজও প্রস্তুতি ম্যাচ খেলেছে। এদিকে, আগরতলায় দাদাদের বিরুদ্ধে ৩ টি প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ার পর দিল্লির নয়ডাতে আরও দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা ত্রিপুরার ক্রিকেটাররা। নয়ডাতে প্রথম প্রস্তুতি ম্যাচে প্রথমে সিকিমকে ১১৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশকে ৫ উইকেটে পরাজিত করেছিলো ত্রিপুরা। আজ, বৃহস্পতিবার শেষ প্রস্তুতি ম্যাচেও ছেলেরা নিজেদের আরও কিছুটা ঝাঁলিয়ে নিয়েছে। ২৮ অক্টোবর প্রথম ম্যাচে মণিপুরের পর, ৩০ অক্টোবর ওড়িশা, ১ নভেম্বর গুজরাট, ৩ নভেম্বর ছত্তিশগড়, ৭ নভেম্বর গোয়া এবং ৯ নভেম্বর ত্রিপুরা গ্রুপের শেষ ম্যাচ খেলবে শক্তিশালী মুম্বাই-এর বিরুদ্ধে।‌ দলনায়ক‌ আনন্দ ভৌমিকও যথেষ্ট আশাবাদী মরশুমে সাফল্য পাওয়া নিয়ে। ত্রিপুরা দলের ক্রিকেটাররা হলো:‌ আনন্দ ভৌমিক (‌অধিনায়ক), সন্দীপ সরকার (‌সহ অধিনায়ক), তন্ময় দাস, শচীন শর্মা, রোহিত ঘোষ, দুর্লভ রায়, অরিন্দম বর্মন, আরমান হুসেন, সাহিল সুলতান, রিয়াজ উদ্দিন, অভিজিৎ দেববর্মা, ইন্দ্রজিৎ দেবনাথ, দ্বীপেন বিশ্বাস, কাজল সূত্রধর, প্রলয় দাস, ঋতুরাজ ঘোষ রায়, স্বরাব সাহানি, চন্দন রায়, অর্কজিৎ জাস এবং সেন্টু সরকার।