নাগপুর, ২৬ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)–এর তিনদিন ব্যাপী অখিল ভারতীয় কার্যকরী মন্ডলের বৈঠক এবার গুজরাটের ভুজে আয়োজিত হচ্ছে। ৫-৭ নভেম্বর এই বৈঠক চলবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানিয়েছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকারী মন্ডলের (কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ) বার্ষিক সভা এই বছর গুজরাটের কচ্ছ অঞ্চলের ভুজে অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠক ৫, ৬ ও ৭ নভেম্বর আয়োজিত হবে।
এই বৈঠকে আরএসএস-এর সঙ্ঘচালক, কার্যবাহ, প্রান্ত প্রচারক এবং তাঁদের সহ-সঙ্ঘচালক, সহ-কার্যবাহ এবং সহ-প্রান্ত প্রচারকরা অংশগ্রহণ করবেন। এছাড়াও আরএসএস-এর সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাবগত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যরা উপস্থিত থাকবেন। অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর আরও জানিয়েছেন, সঙ্ঘের সাংগঠনিক কাজ পর্যালোচনা করার পাশাপাশি, গত সেপ্টেম্বর মাসে পুণে-তে অনুষ্ঠিত অখিল ভারতীয় সমন্বয় বৈঠকে উত্থাপিত বিষয়গুলি এবং সাম্প্রতিক সময়ে শ্রদ্ধেয় সরসঙ্ঘচালক মোহন ভাগবতজি-র বক্তব্যের উল্লেখযোগ্য বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়াও ২০২৪ সালের ২২ জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান এবং সমগ্র দেশে সংগঠন সম্পর্কিত কর্মসূচিগুলি নিয়েও আলোচনা করা হবে।

