দিল্লির উদ্দ্যেশে রাজ্য থেকে অমৃত কলস নিয়ে যাত্রা করলো নেহেরু যুব কেন্দ্র

আগরতলা, ২৬ অক্টোবর: আগামী ৩০ অক্টোবর ২০২৩ দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় স্তরে মেরি মাটি মেরি দেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ত্রিপুরা থেকে নেহেরু যুব কেন্দ্র সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের ৭৫ জন প্রতিনিধি আজ ২৬ অক্টোবর অমৃত কলস যাত্রায় দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন। রাজ্যের আটটি জেলার বিভিন্ন ব্লক থেকে স্বেচ্ছাসেবকরা এই যাত্রায় অংশগ্রহণ করছেন। আজ ধর্মনগর, কৈলাশহর এবং আগরতলা রেল স্টেশন থেকে এই যুব স্বেচ্ছাসেবীরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে গুয়াহাটির উদ্দ্যেশে রওয়ানা হন| আগামীকাল গুয়াহাটি থেকে বিশেষ ট্রেনে  করে সমস্ত উত্তর পূর্বাঞ্চল থেকে সাতশতাধিক নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হবেন।

মেরি মাটি মেরি দেশ জাতীয় স্তরের অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যের প্রত্যেক ব্লক থেকে সংগৃহীত চাল ও  মাটি  ৫৮ টি মাটির কলসে ভর্তি করে তাঁরা যাত্রা করেছেন| স্বেচ্ছাসেবকরা সাথে করে জলও  নিয়ে যাচ্ছেন। যা দিল্লির কর্তব্যপথে তৈরি হওয়া অমৃতবাটিকাতে উত্সর্গ করা হবে। নেহেরু যুব কেন্দ্রের যুব আধিকারিক কুনাল গৌতম একথা জানিয়েছেন|

এই অমৃত কলস যাত্রায় উত্তর এবং ঊনকোটি জেলার মোট ৩৭ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন, তাতে রয়েছেন নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক, বিভিন্ন সমাজসেবী সংগঠনের প্রতিনিধিগণ। আজ সকালে ধর্মনগর রেল স্টেশন প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই যাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রী ভবতোষ দাস মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরার জিলা যুবা অধিকারী কুনাল গৌতম।বিশিষ্ট  সমাজকর্মী নীতিশ দেব।  দলের নেতৃত্বে রয়েছেন নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক তথা উদ্ভাবনী সামাজিক সংস্থার সভাপতি প্রীতম মালাকার। জাতীয় স্তরের এই  অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *