আগরতলা, ২৬ অক্টোবর: ত্রিপুরার ২০তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, পর্যটন ও পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী, কল্যাণী রায়, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী বিকাশ দের্ববমা,মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।
এদিন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
তিনি শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, তাঁর পূর্ণ বিশ্বাস নিকট ভবিষ্যতে নতুন মহামান্য রাজ্যপালের অভিজ্ঞতা ও মার্গদর্শনে ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মন্ত্র নিয়ে এগিয়ে চলা রাজ্যের ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরাবাসীর সার্বিক কল্যাণে ও উন্নয়নে এবং ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’ গঠনে বিশেষ অবদান রাখবে।