আগরতলা, ২৬ অক্টোবর: রক্তের আরেক নাম জীবন। অথচ ওই বহুমূল্যবান রক্ত পড়ে থেকে মেয়াদোর্ত্তীন হয়ে যাচ্ছে। তবে, গভীর চিন্তার বিষয় হল ব্লাড ব্যাংকে পড়ে থাকা মেয়াদোর্ত্তীন রক্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে দেওয়া হয়েছে। জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন রোগীর পরিবারের সদস্যরা। অবশ্য জিবি হাসপাতালের ব্লাড ব্যাংক মেয়াদোত্তীর্ণ রক্ত প্রদানে অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে।
জানা যায়, নলছড় এলাকা থেকে দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হওয়া শিল্পী ভৌমিক নামে এক মহিলাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা রোগীর পরিবারকে রক্তের ব্যবস্থা করার জন্য বলেন। সেই মোতাবেক রোগীর পরিবার জিবি ব্লাড ব্যাঙ্কে ডোনারের ব্যবস্থা করে দিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী এক ইউনিট রক্তের ব্যবস্থা করেন।
চিকিৎসকের পরামর্শ মোতাবেক নার্স রোগীকে রক্ত দিতে শুরু করেন। আচমকা একজনের নজরে পরে যে রক্ত রোগীকে রক্ত মেয়াদ উত্তীর্ণ দেওয়া হচ্ছে। সাথে সাথে এই বিষয়ে নার্সকে জানানো হয়েছে। নার্স দ্রুত এসে রক্ত প্রদান বন্ধ করে দিয়েছিলেন।
এ বিষয়ে রোগীর পরিজনরা জিবি ব্লাড ব্যাঙ্কে জিজ্ঞাসা করা হলে ব্লাড ব্যাঙ্ক থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা মেয়াদ উত্তীর্ণ রক্ত সরবরাহ করে নি।