শনিবার ডিএনএলএ-র আত্মসমর্পণ অনুষ্ঠানে হাফলং আসছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

হাফলং (অসম), ২৬ অক্টোবর (হি.স.) : আগামী শনিবার ঝটিকা সফরে হাফলং আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী ড. শর্মার উপস্থিতিতে যুদ্ধ বিরতিস্থিত উগ্রপন্থী সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) অস্ত্র ত্যাগ করে জাতীয় জীবনের মূলস্রোতে ফিরে আসবে।

শনিবার হাফলং এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে হোম কামিং সিরিমনিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার হাতে তাদের কাছে মজুত সব অস্ত্রশস্ত্র, গোলাবারুদ তুলে দেবে ডিএনএলএ-র ক্যাডাররা। তার পরই ডিএনএলএ উগ্রপন্থী সংগঠন ভেঙে দেওয়া হবে। ডিএনএলএ জঙ্গি সংগঠনের হোম কামিং সিরিমনি এবং মুখ্যমন্ত্রীর হাফলং সফর নিয়ে প্রশাসনিক স্তরে প্রস্তুতি তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *