মধ্যপ্রদেশে ৩৯ নম্বর জাতীয় সড়কে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কায় মৃত ৩ জন

সাতনা, ২৬ অক্টোবর (হি.স.) : বুধবার গভীর রাতে মধ্যপ্রদেশের মাইহারের নাদান দেহাত থানা এলাকার বাড়িয়ার কাছে ৩৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। একটি দ্রুতগামী গাড়ি রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় এবং এতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার বিষয়ে তথ্য প্রদান করে থানার ইনচার্জ সঞ্জয় দুবে বলেন, তিন ব্যক্তি এমপি ২০ সিজে ৯৯৩০ নম্বরের গাড়িতে করে রেওয়া থেকে জবলপুরের দিকে ফিরছিলেন। রাত ১০টা ৪৫ নাগাদ বেলা-কাটনি মহাসড়কের নাদন দেহাত থানা এলাকার বারহিয়ার কাছে একটি দ্রুতগামী গাড়ি রাস্তার পাশে দাঁড়ানো ইউপি ৬৩ এটি ৪৩১৬ নম্বরের ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে মাইহার সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। মৃত তিনজনই জবলপুরের বাসিন্দা। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। গাড়িটি জবলপুরের কপিল চৌরাসিয়ার নামে নথিভুক্ত। পুলিশ মামলা নথিভুক্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।