নবমীর রাতে কল্যাণপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৫ অক্টোবর: 

শারদ উৎসবের নবমী রাতে কল্যানপুরে উপছে পড়া মানুষের ভিড়ে সঙ্গী হলেন দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন খোয়াই জেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ঝটিকা সফরে খোয়াই, চেবরী, রামচন্দ্রঘাট, কল্যানপুরের একাধিক ক্লাব পুজো উদ্যোক্তাদের পুজো মন্ডপ পরিদর্শন করেন। কল্যানপুরে পা রেখেই তিনি স্হানীয় বনেদি ক্লাব একত্র সংঘের মন্ডপে যান। কল্যানপুর কালিবাড়ি রোডস্হিত একত্র সংঘ এবছর লোকাল ফর ভোকাল কে গুরুত্ব দিয়ে এলাকার জনজাতি পরিবারের শিক্ষিত যুবক গোপাল দেববর্মার নেতৃত্বে একটি টিম প্রাকৃতিক সম্পদ বাঁশকে ব্যবহার করে সুসজ্জিত কাল্পনিক মন্দিরের আদলে মন্ডপ গড়ে তোলে। পুজোতে খোয়াই জেলাজুড়ে যথেষ্ট সুনাম অর্জন করে এই ক্লাব। মন্ডপ পরিদর্শন করতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে। প্রতিমা ভৌমিক পুজো মন্ডপ পরিদর্শন করেই তলব করেন মন্ডপ শিল্পীদের। ভিড়েটাসা পুজোর মন্ডপ প্রাঙ্গণে মন্ডপ শিল্পী গোপাল দেববর্মাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা সহ পুরস্কার সূচক উপহার তুলে দেন। সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ক্লাবের উচ্চ প্রশংসা করে আগামী দিনেও স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে স্থানীয় শিল্পীদের উৎসাহ যোগাতে সকলকে আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *