নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): আগামীকাল থেকে দু’দিনের উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ২৬ অক্টোবর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং তাঁর স্ত্রী সুদেশ ধনখর উত্তরাখণ্ডে দু’দিনের সফরে যাবেন৷ উপরাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটা হবে উত্তরাখণ্ড রাজ্যে তাঁর প্রথম সফর। প্রথম দিনে গঙ্গোত্রী সফর করবেন উপরাষ্ট্রপতি।
পরের দিন ২৭ অক্টোবর তিনি কেদারনাথ ধাম এবং বদ্রীনাথ ধাম পরিদর্শন করবেন। এরপরে উপরাষ্ট্রপতি দেহরাদূনের ধানখার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তত্ত্বাবধানে আয়োজিত কান্ট্রি লেড ইনিশিয়েটিভ (সিএলআই) এর একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই সফরে তাঁর দেহরাদূন রাজভবনে যাওয়ার কথা রয়েছে।