নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ অক্টোবর:
নবমীর সকালে ধর্মনগরে ঝটিকা সফরে গেছেন বিজেপি দলের রাষ্ট্রীয় সম্পাদক সুনীল দেওধর। তার সফর সঙ্গী ছিলেন প্রদেশ বিজেপি টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলা বিজেপির সভানেত্রী মলিনা দেবনাথ পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্যরা।
তিনি এসে নয়াপাড়া কালীবাড়ি, ধর্মনগর টাউন কালীবাড়ি হয়ে থানা রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা পরিদর্শনে যান। থানা রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে মহিলারা উলু ধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে উনাকে বরণ করে নেয়। তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বলেন শুধুমাত্র নবমীর সকালে দেবী মায়ের পূজা পূজা অর্চনা করতে এবং পরিদর্শন করতে উনার আগমন। সবাইকে দুর্গাপূজায় ভালো থাকার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বাকি দিনগুলি অতিবাহিত করার পরামর্শ দেন। তিনি বিশ্ববন্ধু সেনের শত বৎসর আয়ু কামনা করে বলেন এখান থেকেই রাজ্যে বিজেপির জয়যাত্রা শুরু হয়েছিল। এখনো অব্যাহত রয়েছে তাই এই ধর্মনগরকে সুনীল দেওধর কখনো ভুলতে পারবেন না। দায়িত্বে না থাকলেও তিনি এখনো ধর্মনগরের মানুষকে মনে প্রানে ভালবাসেন। হঠাৎ করে নবমীর সকালে সুনীল দেওধরের আগমনকে কেন্দ্র করে ধর্মনগরে পূজা উদ্যোক্তাদের একটা অতিরিক্ত মাত্রা এনে দিল।