কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত বারুইপুরের সন্নিকটে হরিহরপুরে অবস্থিত নবনির্মিত ইডেন মেঘবালিকা হাউজিং কমপ্লেক্সে প্রথম বছরের দুর্গাপুজো উদযাপন সফলভাবেই সম্পন্ন হয়েছে। পাঁচ দিন ধরে চলা এই উৎসবে যথোচিত ধর্মীয় মর্যাদায় দেবীর আরাধনা করা হয়। পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে কমপ্লেক্সের বাসিন্দারা নৃত্য, সঙ্গীত, বাদ্যযন্ত্র-সহ বিভিন্ন ধরনের উপস্থাপনা করেন। এর পাশাপাশি ক্যাম্পাসের মহিলাদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী কমিউনিটি কিচেনেরও আয়োজন করা হয়।
এই আয়োজনে কমপ্লেক্সের সমস্ত বাসিন্দারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। দশমীর সন্ধ্যায় দেবী বরণ, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। লক্ষণীয় যে, মাত্র কয়েক মাস আগেই তৈরি হওয়া মেঘবালিকা আবাসনের প্রথম বছরের দুর্গাপুজোর সফল আয়োজনের কারণে বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে।