BRAKING NEWS

নদিয়ায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ৩, আহত আরও ৩

নদিয়ায়, ২৪ অক্টোবর, (হি.স.): নবমীর রাতে নদিয়ায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হন আরও ৩ জন।

নবমীর রাতে সাড়ে ১০টা নাগাদ ধানতলার মনসাহাটিতে পেট্রোল পাম্প থেকে বেরোনোর সময় দুটি মোটরবাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের। এর আগে রাত সাড়ে ৯টা নাগাদ ফুলিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক থেকে রাস্তায় পড়ে যান চালক-সহ ২ জন। বাইক চালকের মৃত্যু হয়।

শুধু এই দুটি ঘটনাই নয়, নবমীর রাতে রানাঘাটে একাধিক বাইক দুর্ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আহত হয়েছেন ১২ জন। আহতরা রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *