চালসা, ২৩ অক্টোবর (হি.স.): অষ্টমীর রাতে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের বাতাবাড়ি-লাটাগুড়িমুখী ৩১ নম্বর জাতীয় সড়কের টিলাবাড়ি চা দোকান এলাকায়। মৃতরা হলেন, সুরজিৎ ডাকুয়া ও পল্লব দাস। দু’জনের বাড়ি ময়নাগুড়ির টেকাটুলি এলাকায়।
গতকাল রাতে ওই দুই যুবক একটি বাইকে করে বাতাবাড়ি থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিলেন। পথে টিলাবাড়ি চা দোকান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি জাতীয় সড়কের ধারে থাকা একটি টিনের বেড়া ও কাঁঠাল গাছে সজোরে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক হেলমেটবিহীন অবস্থায় দ্রুত গতিতে বাইক নিয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাইক থেকে ছিটকে পড়ে যান দুই যুবক। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় অন্য যুবককে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত বলে ঘোষণা করেন। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে।