দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

আগরতলা, ২৩ অক্টোবর: নবমীর সকালে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির।

জানা গেছে, আজ সকালে পাম্প মেশিন চালিয়ে বাড়ি ফিরে ফিরছিলেন মালেক মিয়া (৫৫)। পেশায় পাম্প অপারেটর ছিলেন তিনি। তখন
সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকায় আসা মাত্র দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ওই ব্যক্তি। বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে স্হানীয় মানুষ। স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলকর্মী রক্তাক্ত অবস্হায় হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছে।