রাঁচি, ২৩ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচিতে বাসের চাপায় মৃত্যু হল এক স্কুটি চালকের। ঘটনাটি ঘটেছে, সোমবার রাঁচির কান্ততলি চকের সামনে ব্রিজের কাছে। বাসের নম্বর জেএইচ ১২জি ৪০৩১।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা লোওয়াডিহ চকের সামনে বাসটিকে ধরে ফেলে। কিন্তু পরে চালক বাসের চাবি নিয়ে চম্পট দেয়। স্কুটি চালকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। যদিও স্কুটারটি রাজু মির্ধা নামক একজনের নামে রেজিস্ট্রার করা রয়েছে। লোয়ার বাজার থানার পিসিআর ৬ এবং নামকুম থানার পিসিআর ১৯ ঘটনাস্থলে যায়। দুটি পিসিআর ভ্যানে থাকা পুলিশ কর্মীরা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রিমসে পাঠিয়েছে। বাসটি আটক করেছে নমকুম থানার পুলিশ।

