আসানসোল, ২২ অক্টোবর, (হি.স.): এই বছর দেবীর ঘোটকে আগমন। সেটিই ফুটিয়ে তোলা হয়েছে আসানসোলের আপকার গার্ডেন সর্বজনীনের থিমে৷ শহরের প্রাণকেন্দ্রে এই পুজো ঘিরে প্রতিবারই মানুষের চরম উৎসাহ থাকে দেখার মতো। প্রতিবছরই এই পুজোয় কোনও না কোনও চমক থাকে৷ বাদ যায়নি এই বছরও৷
এই প্রসঙ্গেই পুজো উদ্যোক্তারা জানান, এবার মণ্ডপটি বানানো হয়েছে স্বর্ণরথের আদলে৷ রথের মতো সামনে ঘোড়া, সারথী৷ রথের ভিতর দিয়েই মণ্ডপে প্রবেশ করতে হবে। এই মণ্ডপের ভিতর আছে প্রতিমা৷ রথের গায়ে চাকা, বেলনা সহ বিভিন্ন ধরনের কাঠ দিয়ে কারুকার্য করা আছে।
মণ্ডপের ভিতর ঢুকলেই মন জুড়ানো সাবেকী প্রতিমা চোখে পড়বে। পুজো উদ্যোক্তাদের দাবি এই মণ্ডপের পাশাপাশি প্রতিমাও বাড়তি আকর্ষণ। একচালার ডাকের সাজের প্রতিমা করা হয়েছে।
পুজোর প্রতিমা, মণ্ডপের সঙ্গে পুজোর ভোগ এলাকবাসীর কাছে বেশ প্রিয়৷ পুজোর কয়েকদিন আপকার গার্ডেন এলাকা এক প্রকার অরন্ধন থাকে৷ এই এলাকার প্রতিটি বাসিন্দা পুজোর ক’দিন ভোগ খেতে যান আপকার গার্ডেনের মণ্ডপে৷ সব মিলিয়ে পুজোর আনন্দে গা ভাসান আপকার গার্ডেন এলাকার বাসিন্দারা৷

