মহুয়া মৈত্রকে ত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ অমিত মালব্যর


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি. স.) : তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের চুপ থাকা নিয়ে সরব বিজেপি। এক্স মাধ্যমে বিজেপি নেতা অমিত মালব্যর কটাক্ষ “মহুয়া মৈত্রকে ত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ তিনি, আদানি গোষ্ঠীর বিরদ্ধে লোকসভায় প্রশ্ন করার জন্য দুবাই নিবাসী এক ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়েছিলেন । আর এই বিতর্কে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকী, কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন, এখনই এই প্রসঙ্গে কোনও মন্তব্য দল করবে না। যা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি নেতা অমিত মালব্য । এক্স মাধ্যমে তিনি লেখেন, “এতে অবাক হওয়ার কিছু নেই মহুয়া মৈত্রকে ত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে তিনি রক্ষা করবেন না। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ।”